দেশ

জেট এয়ারওয়েজের বিমান চালকরা ১ এপ্রিল থেকে আর বিমান ওড়াবেন না

জেট এয়ারওয়েজের বিমানচালকরা আগেই জানিয়ে দিয়েছিলেন ৩১ মার্চের মধ্যে বেতন সংক্রান্ত ঝামেলা না মিটলে, এপ্রিল মাসের প্রথম দিন থেকে আর বিমান ওড়াবেন না । শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে ফের একবার সেকথা জানিয়ে দিল জেটের বিমানচালকদের ট্রেড ইউনিয়ন ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, চলতি মাসের ২৯ তারিখের মধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে ঋণ প্রদান করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা এখনও হয়নি। ফলে বেতনের বিষয়টি নিয়েও কর্তৃপক্ষ কোনও শব্দ খরচ করেনি। আর তাই মুম্বই এবং দিল্লিতে জেটের বিমানচালকরা একযোগে ঠিক করেছেন, ৩১ মার্চের মধ্যে বেতন সংক্রান্ত বিষয়টি না মেটালে এপ্রিলের ১ তারিখ থেকে আর বিমান ওড়াবেন না তাঁরা। অনেক মাস ধরেই আর্থিক সমস্যায় ভুগছে দেশের অন্যতম বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। তিন মাসের বেশি সময় ধরে বেতন পাননি জেটের বিমানচালকরা। গত ২৫ বছরে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে জেট এয়ারওয়েজ। সাত হাজার কোটি টাকার দেনা রয়েছে। ব্যবসায়িক প্রতিযোগিতা, অর্থাভাব এবং জ্বালানির মূল্যবৃদ্ধির চাপে ধুঁকতে থাকা জেট এয়ারওয়েজ এপ্রিল মাস পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক রুটে বিমান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।