যোধপুরের বনসি শিল্পাঞ্চলের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আশপাশের দুটি কারখানায় ইতিমধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। রবিবার হওয়ায় কারখানায় কর্মীর সংখ্যা সকাল থেকেই কম ছিল। তবে কারখানার ভেতরে কোনও কর্মী আটকে রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। পৌঁছেছে রাজ্যর বিপর্যয় মোকাবিলা টিম।