দেশ

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, আহত ৮

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ায় মৃত্যু হল ২ জনের। এই ঘটনায় ৮জন আহত হয়েছেন। বেঙ্গালুরুর যশোবন্তপুরে নির্মীয়মাণ বহুতলটির একাংশ ভোর ৪টে নাগাদ ভেঙে পড়ে। জানা গেছে বহুতলটির চতুর্থ তলার একাংশ আচমকা ভেঙে পড়ায় পশ্চিমবঙ্গের বাসিন্দা মারা গেছেন। এছাড়াও মৃতদের মধ্যে আছেন বিহারের রাকেশ। এই ২ জনেই নির্মীয়মাণ বহুতলটির চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।