দেশ

ক্রিশ্চিয়ানের চার্জশিটে কোনও এক ‘মিসেস গান্ধী’-র নাম উল্লেখ ইডি-র

অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতিতে অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলের নামে যে চার্জশিট ইডি দায়ের করেছে তাতে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের পাশাপাশি কোনও এক মিসেস গান্ধীর নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এই চার্জশিট অনুযায়ী ক্রিশ্চিয়ান মিশেল জেরায় জানিয়েছেন, এপি মানে আহমেদ প্যাটেল, ফাম নামে ফ্যামিলি। এগুলিই ‘কোড ওয়ার্ড’ হিসাবে ডায়েরিতে লেখা ছিল। যে ডায়েরি ইডির হাতে এসেছে। অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে মিডলম্যান ক্রিশ্চিয়ানকে গতবছরের ডিসেম্বরে গ্রেফতার করে ভারতে আনা হয়। সেই জেরায় মিসেস গান্ধীর নাম উল্লেখ করেছে বলে ইডি দাবি করেছে। তবে সেখানে পুরো নাম লেখা নেই বা কোনও প্রেক্ষিত উল্লেখ করা নেই বলেই ইন্ডিয়া টুডে-র একটি রিপোর্টে উদ্ধৃত করা হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ইতালীয় মহিলার পুত্র, যিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। চার্জশিটে বলা হয়েছে, ক্রিশ্চিয়ান মিশেল সিনিয়র কংগ্রেস নেতাদের ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে চাপ তৈরি করেন। ২০০৯ সালের ২৮ অগাস্ট মাইকেলের লেখা ওরসিকে একটি চিঠি থেকে একথা সামনে এসেছে।