দেশ

দলের ইস্তেহারে ২টি সাংঘাতিক ভুল রয়েছে, বললেন বিজেপি-র শীর্ষ নেতা সুব্রহ্মণ্যম স্বামী

ফের দলকে অস্বস্তির মধ্যে ফেললেন বিজেপির শীর্ষ নেতা তথা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বুধবার টুইট করে তিনি দলের নির্বাচনী ইস্তেহারে দুটি সাংঘাতিক ভুল রয়েছে বলে উল্লেখ করেন। যা নিয়ে এখন জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাত পোহালেই দেশে প্রথম দফার লোকসভা নির্বাচন। গত সোমবার সংকল্প পত্র বলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, ২০২২ সালে কৃষকদের আয় দ্বিগুন হবে। আর এটা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন স্বামী। তিনি টুইটে লিখেছেন, কৃষকদের দ্বিগুন আয় বৃদ্ধির অর্থ, ২৪ শতাংশ প্রতি বছর বৃদ্ধি হবে আয়ের হার। যা অসম্ভব কঠিন কাজ এই হারে পৌঁছনো। ১০ শতাংশ প্রতি বছরে আয়ের হার বৃদ্ধি পাবে বলা যেতে পারত। এমনিতেই বিজেপি’‌র ইস্তেহার নিয়ে জোর সমালোচনা করেছে বিরোধীরা। সেখানে লোকসভা নির্বাচনের ঠিক আগের দিন সাংঘাতিক ভুল বলে কৃষকদের আয় নিয়ে যে টুইট করলেন তা নির্বাচনে জোর ধাক্কা দেওয়ার সামিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখানেই থেমে থাকেননি হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পাশ করা বিজেপি’‌র এই রাজ্যসভার সদস্য। তিনি টুইটে লিখেছেন, ‘‌আমি রাজনাথ সিংকে আমার বক্তব্য পাঠিয়েছি। ইস্তেহারে যে দুটি সাংঘাতিক ভুল রয়েছে তা সংশোধন করার জন্য।

১)‌ কৃষকদের ২০২২ সালের মধ্যে আয় দ্বিগুন হয়ে যাবে। যার অর্থ ২৪ শতাংশ প্রতি বছর বৃদ্ধি হবে আয়ের হার। যা অবিশ্বাস্য এবং অতীতের বিশ্ব রেকর্ডে নেই। ২)‌ ভারত জিডিপিতে ষষ্ঠ বৃহত্তম দেশ। এটা হবে তৃতীয় বৃহত্তম। এই দুটি সাংঘাতিক ভুল রয়েছে ইস্তেহারে বলে মনে করেন সুব্রহ্মণ্যম স্বামী। যা এখন গলার কাঁটা হয়ে রইল দলের কাছে।