অন্ধ্রপ্রদেশঃ প্রথম দফা ভোটেই ঝরল রক্ত অন্ধ্রপ্রদেশে । আজ সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার তাড়িপাত্রি বিধানসভা কেন্দ্রের বীরাপুরম গ্রামে শাসকদল টিডিপি এবং প্রধান বিরোধীদল ওয়াইএসআরসিপি-র মধ্যে তুমুল সংঘর্ষ হয়। গণ্ডগোলে মৃত্যু হয়েছে টিডিপি নেতা এস ভাস্কর রেড্ডি সহ দুজনের। গুন্টুরেও সাত্তেনাপল্লি বুথের মধ্যেই টিডিপি নেতা কোডেলা শিবপ্রসাদ রাও-কে বেধড়ক মারধর করেছে ওয়াইএসআরসিপির কর্মী-সমর্থকরা। নুজিভিড়ু লোকসভা কেন্দ্রের অন্তর্গত রমানাক্কাপেট গ্রাম এবং কাডাপ্পা জেলার জম্মালামাডুগু মন্ডলে টিডিপি-ওয়াইএসআরসিপির মধ্যে গণ্ডগোল হয়। কাডাপ্পায় জখম হন ওয়াইএসআরসিপি সমর্থক। তিনি হাসপাতালে ভর্তি।টিডিপির বিরুদ্ধে ইরালার কাট্টাকিন্ডাপল্লি যাওয়ার পথে চিত্তুর জেলায় পুথালাপাট্টু বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী এমএস বাবুকে অপহরণের অভিযোগ তুলেছে ওয়াইএসআরসিপি। গণ্ডগোলের জন্য ওয়াইএসআরসিপি সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এদিন দুপুরেই রাজ্যের ডিজিপি আর পি ঠাকুরকে চিঠি লিখে অভিযোগ করেন, ‘কাডাপ্পা, অনন্তপুরম, কুরনুল এবং নেল্লোর জেলা থেকে প্রচুর হিংসার খবর মিলেছে। অনেক জায়গায় ইভিএম ভাঙচুর করা হয়েছে। প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে ছাপ্পা মারতে দেওয়ার অনুমতি দিতে।