বিদেশ

ইডাইয়ের তান্ডবে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫০

ঘূর্ণিঝড় ইডাইয়ের তান্ডবে তছনছ হয়ে গেছে তিনটি দেশ – মোজাম্বিক, জিম্বাবোয়ে এবং মালাউয়ি। ইডাইয়ের তান্ডবে জিম্বাবোয়েতেই ১০০ জনের মৃত্যু হয়েছে। তিন দেশ মিলিয়ে কমপক্ষে ১৫০জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। নিখোঁজ রয়েছেন এখনও বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১১ লক্ষ মানুষ। এর মধ্যে মোজাম্বিকেই শুধু ৬০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। তিন দেশের বিভিন্ন স্থানে আটকে রয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। রাষ্ট্রপুঞ্জের তরফে থেকে অনুদানের প্রস্তাব করা হয়েছে। ইইউ-এর তরফে তিন দেশের ক্ষয়ক্ষতির হিসাব কষতে প্রযুক্তিবিদ, বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ১৫০০০০ ইউরো অর্থ সাহায্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপুঞ্জ এবং রেড ক্রসের তরফে ত্রাণ এবং উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।