নয়াদিল্লিঃ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে জেরা করতে পারবে রাজ্য এবং জেরায় যথাযথ সাহায্য করতে হবে ঘাটালের বিজেপি প্রার্থীকে। মঙ্গলবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। এখানেই শেষ নয়, শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানাল, নির্দেশ মতো ভারতী
ঘোষ সহযোগিতা না করলে, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে আগের মতোই বিজেপি প্রার্থীর গ্রেপ্তারির উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে শীর্ষ আদালত। সূত্রের খবর, রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ বলেন, ”জেরার জন্য আপনারা নোটিস পাঠিয়ে ভারতী ঘোষকে ডেকে পাঠান। এরপরেও উনি হাজিরা না দিলে, তখন আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে।”
ফাইল চিত্র।