দেশ

রাজ্যের ৩টি আসন-সহ, দেশের জুড়ে মোট ৯৫টি আসনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু

রাজ্যের ৩টি আসন-সহ, দেশের জুড়ে মোট ৯৫টি আসনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ এদিন ১৬২৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৫ কোটি ৯৭ লক্ষ ভোটার। ভোট নেওয়া হবে ১ কোটি ৮১ লক্ষ ৫২৫টি বুথে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যের দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ রাজ্যের এই তিন কেন্দ্রে ৫,৩৯০টি  বুথ রয়েছে। ভোটার ৪৯ লক্ষ ৩২ হাজার ৩৪৬ জন।

দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৯৮ হাজার ৮৩৬, মোট ভোটগ্রহণ কেন্দ্র ১৮৯৯, ৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ সুষ্টুভাবে ভোট পরিচালনা করার জন্য ৷

রাজ্যের অন্য লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি মোট ভোটার ১৭ লক্ষ ২৯ হাজার ৮২৯, ভোটগ্রহণ কেন্দ্র: ১৮৬৮, জলপাইগুড়িতে ৪৯ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷

তৃতীয় কেন্দ্রটি হল রায়গঞ্জ ৷ রায়গঞ্জের মোট ভোটার ২০ লক্ষ ৪২ হাজার ৬২৪, ভোটগ্রহণ কেন্দ্র: ২০৭৬, রায়গঞ্জে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷