পশ্চিম মেদিনীপুর: দাঁতনের পথসভা থেকে দিলিপ ঘোষকে আক্রমন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি।বললেন -কুকুর মানুষকে কামড়ালে খবর হয়না,মানুষ কুকুরকে কামড়ালে খবর হয়।আর দিলিপ ঘোষ কামড়াচ্ছে তাই খবর হচ্ছে।কেশিয়াড়িতে দিলিপ ঘোষের কর্মীসভাতে দুটো ব্লক মিলিয়ে দুহাজার লোক হয়েছে।আর আজ দাঁতনে জনস্রোত বইছে।দাঁতনের পথসভা থেকে এমনই মন্তব্য করেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা।মানস ভুইয়ার সমর্থনে দাঁতনের বামনপুকুর থেকে সরাইবাজার পর্যন্ত মিছিল ও পথসভা করে তৃণমূল।তারপর সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার প্রার্থী মানস ভুইয়া,দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম প্রধান,রমাপ্রসাদ গিরি,সহ সভাপতি প্রতুল দাস সহ প্রমুখ।এদিনের পথসভা থেকে মানস ভুইয়া বলেন-দিলিপ ঘোষ অসংলগ্ন কথাবার্তা বলছে।কোন প্ররোচনায় পা দেবেন না।কোন উত্তেজনার সৃষ্টি করবেন না।সবংকে যেভাবে ঢেলে সাজানো হয়েছে এমপি পদে জিতে দাঁতনে মানুষের সাথে থেকে কর্মী সেবক হিসেবে কাজ করব।আপনাদের বাদ দিয়ে মানস ভুইয়া এক কলম কাজ করবে না।কোনরূপ সমস্যায় নিজেদের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব কিংবা প্রশাসন কে জানাবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না।দাঁতনের সভায় মানুষ উত্তর দিয়েছে।কি হবে ১২ মে-উত্তর খুঁজছে সব রাজনৈতিক দল।অপেক্ষা সময়ের।কে হবে দিল্লির মসনদে হিট।বলবে সময়।
Related Articles
বিজেপির ডবল ইঞ্জিন সরকার গঠিত হলে ছেলেমেয়ের চাকরি পাবেন, কৃষকরা কিষাণ সম্মান নিধি পাবেন, মা-বোনেরা সুরক্ষা পাবেন: যোগী
‘ গেরুয়া কাপড় দেখে ভয় পান দিদি ‘ প্রথম দফার প্রচারের শেষ দিনে বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর এক সভা করে চলেছেন। আর গেরুয়া লাইনেই যে তিনি ‘খেলবেন’ তা প্রচারের প্রথম দিন থেকেই বুঝিয়ে দিয়েছেন। সেই পথেই তিনি দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন। […]
অভিনব বিয়ে নদিয়ায়, বরণডালায় মাস্ক-স্যানিটাইজার
নদিয়া: করোনা আবহে অভিনব বিয়ে দেখল নদিয়ার শান্তিপুরের বটতলার বাসিন্দরা। বিয়েবাড়িতে বরের মুখে ছিল মাস্ক, হাতে ঘন ঘন মাখছেন স্যানিটাইজার। নতুন বরকে বরণ করার সময় বরণডালাতেও ছিল মাস্ক এবং স্যানিটাইজার। এখানেই শেষ নয়, বিয়েবাড়ির দরজা-সহ প্যান্ডেলের বিভিন্ন জায়গায় টাঙানো মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে লেখা পোস্টার। এছাড়াও জায়গায় জায়গায় কোভিড বিধি পালনের পোস্টারও […]
আলিপুরদুয়ারে দুটি চিতাবাঘের মৃত্যু
দুটি চিতাবাঘের মৃত্যুতে চাঞ্চল্য আলিপুরদুয়ারের মাকড়াপাড়া চা-বাগানে। বনকর্মীদের আশঙ্কা বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে এই দুটি চিতাবাঘের। যদিও এখনও এ ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলেই জানিয়েছে বনদফতর। দুটি বাঘই পূর্ণবয়স্ক এবং পুরুষ চিতাবাঘ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুটি দেহ। রিপোর্ট হাতে পেলেই চিতাবাঘ দুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে বনদফতর।