দেশ

ধেয়ে আসছে ফেনি, বাতিল দক্ষিণ-পূর্ব রেলের ৪৩টি ট্রেন

নয়াদিল্লিঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনি। ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা । অন্য রাজ্যগুলির মতো ফণীর মোকাবিলা করতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ-পূর্ব রেল ।যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের ৪৩টি ট্রেন । এছাড়াও, যাত্রীদের সুরক্ষার জন্য দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ একটি বিশেষ নজরদারি দল মোতায়েন করতে চলেছে। এছাড়াও, ঝড়ের কারণে কোনও ট্রেন বিকল হয়ে গেলে সেটি দ্রুত মেরামতির জন্য বিশেষ অক্সিলিয়ারি ভ্যানেরও বন্দোবস্তও করা হয়েছে রেলের তরফে। ত্রাণের জন্য বিশেষ ট্রেন রাখা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেন গুলি –

১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেস, ২২৮৫১ সাঁতরাগাছি ম্যাঙ্গালোর সেন্ট্রাল বিবেক এক্সপ্রেস, ১২৬৬৩ হাওড়া তিরুচিরাপল্লি এক্সপ্রেস, ২২৮৩৯ রাউরকেল্লা ভুবনেশ্বর সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস, ১২২৭৭ হাওড়া পুরি শতাব্দী এক্সপ্রেস, ১২০৭৩ হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, ১২২৪৬ দুরন্তএক্সপ্রেস, ২২৬১৩ M G R চেন্নাই সেন্ট্রাল হলদিয়া এক্সপ্রেস, ১২২৭৮ শতাব্দী, এক্সপ্রেস, ১৮৪১৬ বারবিল এক্সপ্রেস, ১২৮২২ ধৌলি এক্সপ্রেস, ১২৮৩৮ পুরি হাওড়া এক্সপ্রেস, ১৮৪১০ পুরি হাওড়া জগন্নাথ এক্সপ্রেস, ০৮৪০৩ পুরি সাঁতরাগাছি স্পেশাল, ১২০৭৪ জনশতাব্দী এক্সপ্রেস।