দেশ

সাধ্বী প্রজ্ঞার নির্বাচনী প্রচার আগামী ৩ দিন নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

সাধ্বী প্রজ্ঞার উপর অন্যায় হয়েছে অভিযোগ করে সরাসরি অমিত শাহের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কয়েক দিন পরেই মোদি-শাহদের মুখ পুড়িয়েছে সেই প্রজ্ঞা ঠাকুরই। একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের হাতে নিজেই অস্ত্র তুলে দিয়েছেন মালে গাঁও বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত। বাবড়ি মসজিদ ধংস নিয়ে সাধ্বী প্রজ্ঞা যা মন্তব্য করেছেন তাতে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে নির্বাচন কমিশনেরও। লোকসভা নির্বাচনের প্রচারের মাঝে সাধ্বী প্রজ্ঞা দাবি করেন যে, বাবরি মসজিদের মাথায় চড়ে সেটি ভাঙতে পেরে তিনি গর্বিত। বিজেপি প্রার্থীর এই মন্তব্য সাম্প্রদায়িত উস্কানি মূলক। এই অভিযোগে আগামী তিন দিন তাঁর প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। অর্থাৎ ৭২ ঘণ্টা সাধ্বী প্রজ্ঞা নিজে কোনও প্রচারে যেতে পারবেন না এবং তাঁর হয়ে কেউ প্রচার চালাতে পারবেন না।