দেশ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ

৬ মের মধ্যে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী বিরুদ্ধে কংগ্রেসের তোলা আদর্শ আচরণ বিধি ভঙ্গের সব অভিযোগ নিয়ে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ-এর বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় অভিযোগ নিয়ে সোমবারের মধ্যে ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহেই কংগ্রেস সুপ্রিম কোর্টে এই মর্মে অভিযোগ দায়ের করেছিল যে, নির্বাচন কমিশন যেখানে বিরোধীদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে দ্রুত পদক্ষেপ করছে। সেখানে মোদি বা শাহ–এর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের বিরুদ্ধে অনেক দেরিতে পদক্ষেপ করছে। কংগ্রেসের পক্ষে সওয়াল করতে গিয়ে অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে বলেছিলেন, এপর্যন্ত নরেন্দ্র মোদি এবং অমিত শাহ–এর বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ দায়ের হয়েছে কমিশনে। কিন্তু মাত্র দুটির বিরুদ্ধে পদক্ষেপ করেছে কমিশন এবং দুটি ক্ষেত্রেই অভিযুক্তদের ক্লিন চিট দিয়েছিল। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এদিন কমিশন বলেছিল তাদের আশা আগামী বুধবারের মধ্যে বাকি মামলাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তারপর আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এবিষয়ে রিপোর্ট জমা দেবে তারা। কিন্তু বেঞ্চ কমিশনের অতিরিক্ত সময় চাওয়ার সেই আবেদন খারিজ করে আগামী সোমবারের মধ্যেই পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে। ব্য়াপারে কংগ্রেস সুপ্রিম কোর্টে গেলে নির্বাচন কমিশন নড়েচড়ে বসে ১১টির মধ্যে মাত্র দুটি অভিযোগের নিষ্পত্তি করে বলে শীর্ষ আদালতকে জানিয়েছে কংগ্রেস।