জেলা

হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মধ্যে গুলির লড়াই, নিহত ১ জওয়ান, আহত ২

হাওড়াঃ হাওড়ায় কেন্দ্রীয় বাহিনীর মধ্যেই গুলির লড়াই হয়। যার জেরে মৃত্যু হয়েছে এক জওয়ানের। অপর ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটে হাওড়ার বাগনানের জ্যোতির্ময় গার্লস স্কুলের। স্কুলে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অস্থায়ী শিবির হয়েছে। সেখানেই এদিন গুলির লড়াই হয়। সূত্রের খবর,
কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে দিন দুয়েক আগে বাক বিতণ্ডা হয়। এদিন সকালে তা চরমে গিয়ে পৌঁছয়। এদিন সকালে সেই জওয়ান গুলি চালায় বলে জানা গিয়েছে। গুলিতে অসম রাইফেলসের এক জওয়ানের মৃত্যু হয়। তাঁর নাম ভোলানাথ দাস। গুলিতে আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁরা হলেন, রন্টুমনি বোধক এবং অনিল রাজবংশী। লক্ষ্মীকান্ত বর্মন নামে এক জওয়ানকে আটক করেছে পুলিশ। এদিন সব মিলিয়ে ১৮ রাউন্ড গুলি চলে বলে জানা গেছে।