২০১৬-র সার্জিক্যাল স্ট্রাইকই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার পাকিস্তানের মাটিতে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। বলছেন ২০১৬ সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। তাঁর নেতৃত্বেই পাক সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত। গুঁড়িয়ে দিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা জঙ্গিঘাঁটি। ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের সময় নর্দার্ন আর্মি কম্যান্ডের শীর্ষে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা। তিনি বলছেন, এই প্রথম নয়, এর আগের সরকারের আমলেও একাধিকবার পাক সীমান্ত পেরিয়ে হামলা চালিয়েছে
ভারত। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যেভাবে রাজনীতি হচ্ছে তাঁর বিরোধিতা করেছেন প্রাক্তন সেনা আধিকারিক। ডিএস হুডা বলেন, ‘সেনাকে নিয়ে রাজনীতি করা কখনওই উচিত নয়। এভাবে চলতে থাকলে সেনার মতো একটি প্রতিষ্ঠানের সুদুরপ্রসারী ক্ষতি হয়ে যাবে।’ ডিএস হুদা এও বলেন, “নরেন্দ্র মোদিই প্রথম প্রধানমন্ত্রী নন, যার আমলে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। বরং কংগ্রেসের শাসনকালেও শত্রুদেশের ভেতরে ঢুকে আক্রমণ করেছে সেনাবাহিনী।” ফাইল চিত্র।