জেলা

গত পাঁচবছরে একবারও আসেনি, এখন ভোট চাইতে আসছে, লজ্জা করে না: মমতা

ঝাড়গ্রাম: রবিবার বেলপাহাড়ির হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, পাঁচ বছর সরকারে ছিল, গোপীল্লভপুর, নয়াগ্রাম একাবারও আসেনি। এখন ভোট চাইতে আসছেন। লজ্জা করে না। আমরা বসেন্তর কোকিল নয়, ৩৬৫ দিন দাঁড়কাক। সুখে দুঃখে আমাকে পাবেন। এই এলাকায় আমি ১০০ বার এসেছি। সব জায়গা আমি চিনি। আমি যা এসেছি বিধায়ক ও ব্লক সভাপতি তা আসে না। যখন দেখব অন্যদল মাথা ঘামাচ্ছে তখন দুঃখ হয়। কারণ তাঁরা ভুল বোঝাচ্ছে। আপানাদের শান্তি কেড়ে নিতে চায়। ওরা চায় শ্মশানের শান্তি। মোদি নোট বাতিল করেছে, জিতলে ব্যাঙ্ক বাতিল করবে, তখন আপনারা হাহাকার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যা কাজ করেছি, মোদি পাঁচ বছরে কাজ করেনি। এই ভোটে মোদিকে হারাতে হবে। গ্রামে গ্রামে গোরক্ষক নামে সিন্ডিকেট করে মানুষকে হত্যা করতে চাইছে। তৃণমূল আপনার ঘরের সন্তান। দেখুন ভিডিও –