পশ্চিমবঙ্গের ৯ লোকসভা নির্বাচনের প্রচার বৃহস্পতিবার রাত দশটায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের তৎপরতায় রাজ্যে প্রচারের দিনক্ষণ একদিন কমেছে। এনিয়ে নির্বাচন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস ও বসপা। বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী বৃহস্পতিবার বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রের চাপে কাজ করছে। আজ রাত দশটার পর থেকে প্রচার বন্ধ করেছে কমিশন। কারণ এদিন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর দুটি সভা রয়েছে। প্রচার যদি বন্ধ করার প্রয়োজন ছিল তাহলে তা বৃহস্পতিবার সকাল থেকে করা হল না কেন! মায়াবতী আরও বলেন, একটা বিষয় স্পষ্ট অমিত শাহ ও নরেন্দ্র মোদি পরিকল্পনা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। দেশের পক্ষে এটি একটি মারাত্মক প্রবণতা। প্রধানমন্ত্রীকে এ জিনিস মানায় না।