জেলা

ভোট বয়কটের ডাক দিয়ে মাও পোস্টার সোদপুরে

ভোটের নির্ঘন্ট ঘোষণার পরের দিনই মাও পোস্টার পড়ল সোদপুর রেল স্টেশন ও লাগোয়া এলাকায়। সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায় লোকসভা ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার দিয়েছে মাওবাদীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্ল্যাটফর্মের আশেপাশে প্রায় সর্বত্রই লাগানো হয়েছিল পোস্টার। ঘটনায় মুখে কুলুপ প্রশাসন ও রেল পুলিশের কর্তাদের। রবিবার বিকেলেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর ঠিক পরের দিন অর্থাত্‍ সোমবার সকালেই সোদপুরের স্টেশনে মাও পোস্টার নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। পোস্টার পড়েছে সোদপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম লাগোয়া অটো স্ট্যান্ড , রিকশা স্ট্যান্ড ও হাউজিং-এও। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, ভোট বয়কটের ডাক দিয়েই পোস্টার গুলো লাগানো হয়েছিল। ছাপানো পোস্টারগুলোর নিচে লেখা রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি( মাওবাদী) । খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। রেলপুলিশ ও খড়দহ থানার পুলিশ পোস্টার গুলি ছিঁড়ে ফেলে। তবে তাতে আতঙ্ক কমেনি স্থানীয় বাসিন্দাদের ।