জেলা

ফের চালু হয়ে গেল কালিম্পং-এর মূল আকর্ষণ

কালিম্পংঃ অবশেষে চার মাস বাদে ফের চালু হতে চলেছে কালিম্পং-এর মূল আকর্ষণ প্যারাগ্লাইডিং। ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত হয় পর্যটক, ঘটনাস্থলেই নিহত হন পাইলট । শোনাযায় কালিম্পং-এর প্যারাগ্লাইডিংয়ের ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা প্রথম ঘটেছিল, তারপরই শোরগোল পরে যায় প্যারাগ্লাইডিং সুরক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে । কয়েক ঘণ্টার মধ্যে প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত নিয়ে সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া উড়ান। দিকে পাহাড়ের অর্থনীতি সিংহভাগ নির্ভর করে পর্যটন শিল্পের উপর , তারমধ্যে অন্যতম ছিল প্যারাগ্লাইডিং, ডেলোর সৌন্দর্য উপভোগ করলেও উড়ান বন্ধ থাকার দরুন একপ্রকার মন খারাপ নিয়েই ঘরে ফিরতে হত পর্যটকদের । চারমাস বাদে সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে , উন্নত সরঞ্জাম , প্রশিক্ষতি সার্টিফায়েড পাইলট সমেত প্রাথমিক পর্যায়ে শুন্যে টেস্ট ড্রাইভ শুরু । প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের সহ সভাপতি প্রশান্ত রানা জানান, সরকারি নিয়ম বিধি মেনে, ক্লিনচিট পাবার পরই প্রয়োজনীয় উন্নত মানের সরঞ্জাম, সার্টিফায়েড পাইলটের মাধ্যমে আবার উড়ান শুরু হল, মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে, আমাদেরও বেশ কিছু খামতি ছিল তা আমরা বুঝতে পেরেছি