নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: শুক্রবার সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির মহাপাত্র তৃণমূলে যোগ দিলেন। শিশিরবাবু অবিভক্ত মেদিনীপুর জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। এদিন তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি সোমনাথ মহাপাত্র। সোমনাথ মহাপাত্র বলেন, দিদির উন্নয়নে সামিল হওয়ার জন্য তিনি তৃণমূলে যোগ দিলেন। সিপিএমের দাবি, শিশিরবাবু দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন।