জেলা

এটা পঞ্চায়েতের ভোট নয়, সুস্থ ভোট চাই: রামচন্দ্র ডোম

বামফ্রন্টের প্রার্থী হিসাবে এবছর পুনরায় বোলপুর লোকসভা কেন্দ্রে লড়াইয়ে নেমেছেন রামচন্দ্র ডোম। গতবার এই কেন্দ্র থেকেই তিনি তৃণমূলের প্রাক্তন সাংসদ অনুপম হাজরার (বর্তমানে যাদবপুরের বিজেপির প্রার্থী) কাছে পরাজিত হয়েছিলেন। প্রার্থী হিসেবে বোলপুর লোকসভা কেন্দ্রে লড়াইয়ের সুযোগ পাওয়ার পর আজ থেকে তিনি প্রচারে নামলেন। দেওয়াল লিখনের মাধ্যমে এবং সাধারণ মানুষদের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে প্রচার শুরু হলো তাঁর। এবারে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী শাসক দলের অসিত মাল বলেই রাজনৈতিক মহলের বক্তব্য।বোলপুর লোকসভা কেন্দ্রে প্রচারে নেমে তিনি আজ গত পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে বলেন, “এটা পঞ্চায়েতের ভোট নয় এটুকু বলতে পারি। এই নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন করবে না, এই নির্বাচন করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনার একটা ট্র্যাক রেকর্ড আছে। তারা কোন দলের পক্ষে নির্বাচন করতে আসেন বলে আমরা জানি না। সুতরাং জাতীয় নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব নিয়ে এরাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করবেন বলেই আমাদের বিশ্বাস। সুতরাং অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করে মানুষ তাদের পছন্দের রাজনৈতিক দল এবং প্রার্থীকে নির্বাচন করবেন। নতুন ইতিহাস তৈরি করবে পশ্চিমবাংলায়, এটাই আমাদের বিশ্বাস।” নির্বাচনী প্রচারে আজ বোলপুরে বেশ কিছু এলাকা ঘুরে অনুব্রত মন্ডলের পাঁচনের বিষয়ে কটাক্ষ করে বলেন, “নকুল দানা আর পাঁচনের রাজনীতিটা এই পেশিশক্তি – অর্থ শক্তির বাইরে নয়।” তিনি এই সকল দাওয়ায়কে কটাক্ষ করে আরো বলেন, “শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য এই সকল হাতিয়ারকে ব্যবহার করছে। কিন্তু এগুলো সব ভোঁতা হয়ে গিয়েছে।”