জেলা

যে প্রতিবারে পার্টি পাল্টাবে তাঁকে মানুষ ভোট দেবে নাঃ দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ যে প্রতিবারে পার্টি পাল্টাবে তাকে মানুষ ভোট দেবে না। মেদিনীপুরে প্রচারে এসে তৃণমূল প্রার্থী মানস ভুইয়া প্রসঙ্গে এমনই জানালেন বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে খড়্গপুরে প্রচারের পর বিকেলে জেলা সদর মেদিনীপুরে প্রচার সারলেন দিলীপ ঘোষ। এদিন শহরের বিধাননগর মাঠে একটি মিছিল করে কিছু বাড়িতে গিয়ে জনসংযোগ কর্মসূচি সারেন দিলীপ বাবু। এর পর মেদিনীপুরের লোধা স্মৃতি ভবনে একটি কর্মীসভাতে যোগ দেন তিনি। দেখুন ভিডিও –