নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ে বাংলা ইংরেজির পাশাপাশি স্থান করে নিয়েছে সাঁওতালি ভাষার অলচিকি হরফ। অলচিকি হরফে লেখা হয়েছে নির্বাচন কমিশনের হোডিং। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সুষ্ঠু ভাবে নির্বাচন প্রক্রিয়া চালু রাখতে এবং নির্বাচনের নিয়ম বিধি সকলের কাছে সহজেই পৌঁছে দিতেই এই উদ্যোগ। ঝাড়গ্রাম এসটি লোকসভা আসনে সাঁওতালি ভাষাভাষী মানুষের সংখ্যা অন্যান্য এলাকার তুলনায় বেশি। সেই কারণে অলচিকি হরফে সহজেই সাঁওতালি মানুষজন নির্বাচনের নিয়ম বিধি জানতে ও বুঝতে পারেন সেই জন্য এই উদ্যোগ।