জেলা

ডাকাতির আগেই গ্রেপ্তার ৪ দুষ্কৃতী

কুলতলিঃ ডাকাতির আগেই গ্রেপ্তার চার দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের যৌথ দল কুলতলী থানার মাতলা নদী পাশে গোপালগঞ্জ পঞ্চায়েতর ঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গোপন সূত্রে পুলিশ খবর পায় একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রসহ গোপালগঞ্জ পঞ্চায়েত ঘাটে অপেক্ষা করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ কুলতলী থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় ওই ঘাটে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চার থেকে পাঁচজন জন দুষ্কৃতী পালিয়ে গেলেও ধরা পড়ে যায় চারজন। ধৃতদের নাম আকবর আলী গাজী, এমডি আশিকুর রহমান, ইসমাইল সরদার ও মোহাম্মদ আনোয়ার হোসেন। পুলিশ সূত্রে খবর ধৃত চার জনেরই বাড়ি বাংলাদেশর সাতক্ষীরা যশোরসহ বিভিন্ন জায়গায়। বাংলাদেশ থেকে চোরা পথে ভারতের সুন্দরবন এলাকায় ঢুকে প্রথমের দিকে ইটভাটা সহ বিভিন্ন জায়গাতে কাজের নাম করে থাকতে শুরু করে। তারপরেই বড় কোন ডাকাতি করে আবার বাংলাদেশে পালিয়ে যায় এরা। চার জনকে গ্রেপ্তার করলেও বাকি আরো চার থেকে পাঁচ জন পালিয়ে গিয়েছে বলে জানায় ধৃত দুষ্কৃতীরা। তাদের কাছে থেকে পুলিশ চারটি লং রেঞ্জ রাইফেল ও দুটি একনলা বন্দুক সহ মোট আঠারো রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান পলাতক দুষ্কৃতীদের গ্রেফতার করলে আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে পারে। ঘটনার পর থেকেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের  আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।