কোচবিহারঃ তিনি সত্যিই মমতাময়ী, নাম তার সার্থক। যদিও অনেকে অনেক কথা বলেন, সে দিকে কান নয় নাইবা দিলাম, আসুন দেখে নেওয়া যাক তিনি আজ ছোট্ট ছোট্ট অন্ধ বাচ্চাদের সাথে কি কথা বললেন। ফিরছিলেন কোচবিহারের মাথাভাঙার জনসভা থেকে। ফেরার পথে কোচবিহার জেলার একটি ব্লাইন্ড স্কুলের সামনে হঠাৎই কনভয় থমকে গেল। তিনি যে জননেত্রী তিনি আপামর জনসাধারনের , তাই সেই ব্লাইন্ড স্কুলের বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন ভিডিও –
Related Articles
আগামী ৫ অগাস্ট থেকে কোচবিহারে টানা ৪ দিন সম্পূর্ণ লকডাউন
আগামী ৫ এবং ৮ অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন ছিলই। তবে, সংক্রমণ বাড়ায় কোচবিহার জেলা প্রশাসন ৬ এবং ৭ অগাস্টও জেলায় সম্পূর্ণ লকডাউন জারি করেছে। অর্থাৎ, ৫ অগাস্ট থেকে ৮ অগাস্ট জেলায় সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক পবন কাদিয়ান। প্রসঙ্গত, সোমবার রাতে জেলায় নতুন করে আরও ১৮ জন সংক্রামিত হয়েছেন। এই নিয়ে এদিন মোট ৮৯ […]
গরু পাচারের হাত থেকে বিএসএফকে বাঁচাতে মোটা টাকা নিত ধৃত সুদীপ্ত রায় চৌধুরী
গরু পাচারকাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য হাতে উঠে আসল তদন্তকারী সংস্থার হাতে। রোজভ্যালি কাণ্ডে গত রবিবার ইডি’র হাতে গ্রেফতার হন সুদীপ্ত রায় চৌধুরী। আর তাঁকে জিজ্ঞাসাবাদের পরই গরু পাচার নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় আর্থিক তছরুপের সংস্থা জানিয়েছে, মূলত গরু পাচার কাণ্ডে লিঙ্কম্যান ছিলেন এই ব্যবসায়ী। জানা গিয়েছে, গরু পাচার নিয়ে ইডি’র অফিসারদের সঙ্গে বিএসএফ-এর রফা […]
মালদায় জাল ১০ লক্ষ টাকা সহ ধৃত ১
মালদাঃ ১০ লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট সহ ধৃত এক। জাল নোটগুলির সবকটিই ২০০০ টাকা অঙ্কের। ধৃতের নাম শঙ্কর মাহাতো (৪৭)। সে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মাইথনের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় মোহনপুরের জনৈক আকাশ নামক কোনও ব্যক্তির কাছ থেকে ওই জাল নোটগুলি সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিস। জালনোটগুলি খুচরো বাজারে […]