জলপাইগুড়িঃ আজ সকাল থেকেই একদিকে মোদি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারসভা চলছে। মোদি একদিকে যখন মমতার বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যস্ত ঠিক তখনই জলপাইগুড়ির চূড়াভাণ্ডারের জনসভা থেকে পাল্টা আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । চূড়াভাণ্ডারের বিশাল জনসভা সভা থেকে মোদিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পাহাড়ে যাঁরা দাঙ্গা বাঁধিয়েছিল তাঁরাই আজ বিজেপির প্রার্থী হয়েছেন। এখন প্রচারে এসে মোদি বাবু বাংলার বিরুদ্ধে কুৎসা করছেন। যখন পাহাড় অশান্ত ছিল তখন তিনি কোথায় ছিলেন। পাহাড়ে শান্তি ফিরিয়েছে তৃণমূল সরকার। জলপাইগুড়িতে সার্কিট হাউস তৈরি হয়েছে। উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার পর থেকে যা পাননি তৃণমূল সরকার তা করেছে। বিনামূল্য শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মোদি ক্ষমতায় আসার পর সাতটি চা–বাগান অধিগ্রহণ করবেন বলেছিলেন। কিন্তু এখনও একটিও চা–বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করতে পারেনি।’ নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন টাকা দেখিয়ে মোদি ভোট চাইছেন। টাকা চুরি করে সেই টাকা ভোটের আগে বিলি করছে বিজেপি। এদিন সভা থেকে অফিসার বদল নিয়েও মোদিকে আক্রমণ করে মমতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অফিসার বদল করে ভোটে জিততে পারবে না বিজেপি। এবার বারাণসী থেকেও মোদি জিততে পারবেন না বলে কটাক্ষ করেছেন তিনি।