জেলা

কেশপুর হবে তৃণমূলের শেষপুরঃ দিলীপ ঘোষ

পশ্চিম মেদিনীপুর: কেশপুর হবে তৃণমূলের শেষপুর | রবিবার ঘটাল লোকসভাকেন্দ্রের দলের প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে এক সভায় যোগ দিতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | তিনি হুমকির সুরে বলেন , সিপিএম যেমন নন্দীগ্রাম , সিঙ্গুর থেকে মুছে গেছে ঠিক সেভাবেই কেশপুর থেকে মুছে যাবে | এটা গণতান্ত্রিক দেশ যে কোথাও যেখানে সভা করতে পারেন | দিলীপ ঘোষ কোনো বেটাকে পরোয়া করেন না | কার ধড়ে কটা মাথা আছে আমি দেখব | আজকের সভায় বিজেপি কর্মীদের মাইক আনতে , চেয়ার , টেবিল আনতে দেওয়া হয়নি | হুমকি দিয়ে বলেন কেশপুরের গ্রামে গ্রামে ঘুরব | কে কোন বাপের বেটা আছে আমি দেখব | কারো হিম্মত নেই | আমাকে আটকাবে | খড়্গপুরে মাফিয়া রাজ্ , গুন্ডারাজ বন্ধ করে দিয়েছি | কেশপুরে আবার তৃণমূল ভোট লুট করতে আসলে বিজেপি কি জিনিস টের পাবে | তৃণমূল নেতাদের হুমকি দিয়ে বলেন এরপর আসলে আপনাদের ডেথ সার্টিফিকেট নিয়ে আসব যদি সুখে থাকতে চান শুধরে যান | অভ্যেস বদলান | চোখ দেখালে চোখ উপরে নেব | কালীঘাট থেকে দিদি এসে বাঁচাবে না | কাপড় খুলে নেব | নির্বাচন কমিশনে চিঠি লেখা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন মুখমন্ত্রী | সারদা মামলায় অনেক আগেই কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করা উচিত ছিল বিকেলে দাবি করেন তিনি |