জেলা

ফালাকাটা থেকে ৪২ আসনেই জয়ের চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

বিজেপি ভাবছে ২ জন অফিসারকে পাল্টালেই জিতে যাবে। কিন্তু যতই পাল্টান, যতই বদলান, আপনারা হারবেনই। ফালাকাটার নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষ আপনাদের হারিয়ে দেবে। আপনারা যত পাল্টাবেন তত জিতব আমরা। এদিন ফালাকাটা থেকে ৪২ আসনেই জয়ের চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা। একইসঙ্গে মোদি বিদায়ের ঘণ্টাও বাজিয়ে দিলেন। মমতার অভিযোগ, নোটবন্দির নামে টাকা লুঠ করেছে বিজেপি। সেই টাকা নিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে এখন। টাকা দিয়ে ক্যাডার আনা হচ্ছে, মানুষকে জনসভায় আনা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মোদি সরকার দাঙ্গার সরকার আখ্যা দেন। বলেন, মোদি বাবু নিজে দাঙ্গার সংস্কৃতিতে বিশ্বাসী। ওদের এবারই বিদায় দিতে হবে। তবে দেশ বাঁচবে। আর আমরা দেশ বাঁচাবই। এবার কোনও রাজ্যেই বিজেপি জিততে পারবে না। সব রাজ্যেই বিজেপি হারবে। বাংলায় ৪২টি আসনেই হারবে। তিনি এও বলেন, মোদি নিজে সিবিআই–এর ভয় পাচ্ছেন। তাই দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়ে নেওয়া ব্যক্তিকে দলে নিয়ে পাশে বসিয়ে দুর্নীতি দমনের ভাষণ দিচ্ছেন। রবিবার আলিপুরদুয়ারের প্রার্থী দশরথ তিরকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তৃণমূল সু্প্রিমো দলত্যাগী বিধায়ক, সাংসদদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বললেন, ‘‌তৃণমূলের জঞ্জালগুলোকে দিয়ে দল ভরাচ্ছে ওরা।’‌ নিরাপত্তা বাহিনীর উপর হামলা, সাম্প্রদায়িক হিংসার প্রসঙ্গ তুলে বিজেপিকে ধিক্কার জানিয়ে ফালাকাটায় মমতা স্লোগান দিলেন, ‘‌মানুষ মেরে মানুষ প্রেম, বিজেপি শেম শেম, জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি শেম শেম’। মমতার কথায়, এবার মোদি বাবুরা ১০০ পেরোতে পারবে না। বিজেপিকে হারিয়ে বাংলাই দিল্লিতে সরকার গড়বে, বাংলাই পথ দেখাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। এদিন তিনি আবারও বলেন, রাজ্যে সরকারি বা প্রশাসনিক কাজের জন্য কেউ ঘুষ চাইলেই তা ফোনে ছবি তুলে রেখে যেন নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানান সবাই। উত্তর প্রদেশ, রাজস্থান থেকে আরএসএস–এর সদস্যদের রাজ্যে ঢুকিয়ে নজরদারি চালাতে এবং টাকা দিয়ে ভোট কিনতে চেষ্টা করছে বিজেপি। গত পাঁচ বছরে দেশে দু’‌কোটি যুবকযুবতী কর্মহীন হয়ে পড়েছে।