দেশ

হয়নি উন্নয়ন! যোগীর রাজ্যে ভোট বয়কটের ডাক

উত্তরপ্রদেশ: গত ১০ বছরে গ্রামে কোনও উন্নয়ন হয়নি। এই অভিযোগে উত্তরপ্রদেশের সাহারানপুরের মনোহরপুরের গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। গ্রামবাসীরা বলছেন ভোট দেওয়ার পিছনে কারণ থাকে। কিন্তু কেন তাঁরা দেবেন। একজন সাংসদ নির্বাচিত হলে, তিনি এলাকার রাস্তার দিকে নজর দেবেন, গ্রামে বিদ্যুত্‍ পৌঁছে দেবেন। যদি তা না হয়, কেন ভোট দেবেন তাঁরা। প্রশ্ন গ্রামবাসীদের। তাঁরা ভোট দিতে চান না। কারণ জানিয়েছেন ত্রিপল সাইনির মতো গ্রামবাসীরা। তাঁরা বলছেন গত ১০ বছরে গ্রামের কিছুই পরিবর্তন হয়নি। একমাত্র সংবাদ মাধ্যমই তাঁদের জিজ্ঞাসা করে, কেন তাঁরা ভোট দিতে চান না। এছাড়াও কেউই তাঁদের জিজ্ঞাসা করে না বলে দাবি করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বাড়ির বাইরে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টারও দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুত্‍, পরিষ্কার খাবার জলের মতোা মৌলিক সুবিধাগুলি তারা পান না। গ্রামবাসীদের আরও অভিযোগ, রাজনীতিবিদরা তাঁদেরকে যে উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন, তা কখনই বাস্তবে রূপ দেখেনি। সেইজন্যই কোনও রাজনৈতিকদলই এখন ভোট চাইতে আসে না বলে জানিয়েছেন গ্রামবাসীরা। কেউ কোনও অসুবিধার কথাও জিজ্ঞাসা করেন না।