জেলা

বিরোধী শিবিরের প্রশ্নের অবসান, এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী

শিলিগুড়িঃ লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসলেও দার্জিলিং লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না পৌছানোয় বিরোধীরা নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। এরপরেই রিটার্নিং অফিসার ৩ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জানান। তারই প্রেক্ষিতে দুই কোম্পানী কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় দার্জিলিং লোকসভা কেন্দ্রে। জেলা প্রশাসন সূত্রে খবর, রবিবার সন্ধ্যের দিকে দুই কোম্পানী কেন্দ্রীয় বাহিনী দার্জিলিং লোকসভা কেন্দ্রে পৌছায়। পরে এক কোম্পানী দার্জিলিং এর পাতলেবাসের উদ্দেশ্যে রওনা দেয় অপর একটি কোম্পানী ফাঁসিদেওয়া ব্লকের মুরলিগছে পৌছায়। আগামীকাল থেকে শুরু হবে রুট মার্চ। অন্যদিকে, জানা গিয়েছে, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই কেন্দ্রে আনুমানিক ৪০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে। জেলাশাসক তথা রিটার্নিং অফিসার জয়শী দাশগুপ্ত বলেন, পাতলেবাসের মানুষ এখনও আতঙ্কে রয়েছেন। গোর্খাল্যান্ড আন্দোলনের সময় সেখানে বহু বাড়িতে আগুন ধড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই আতঙ্কে আজও এলাকাবাসীরা। তাদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় বাড়তি নজর রাখা হচ্ছে।