জেলা

আগামী দিন দিল্লি গড়বে বাংলাঃ মমতা

কোচবিহারঃ মাত্র ২৪ ঘণ্টা আগে কোচবিহারের থেকে আক্রমণ শানিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। এবার ওই একই ময়দানে মঞ্চ বেঁধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন মোক্ষম জবাব। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তি আক্রমণ করতেও ছাড়লেন না। সোমবার কোচবিহারের নির্বাচনী জনসভায় মমতা খোঁচা দেন নরেন্দ্র মোদির পরিবার নিয়েও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মোদিবাবুর কোনও পরিবারই নেই। না আছে ব্যক্তিগত পরিবার, না আছে দেশের পরিবার। নিজের স্ত্রীকে সম্মান দেননি, তিনি কী করে দেশের মানুষকে, মা-বোনকে সম্মান দেবেন, প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, মোদিবাবু, আমাকে ধমকে লাভ নেই, লাভ নেই ভয় দেখিয়ে। কারণ আমি ভাঙি, কিন্তু মচকাই না। আমরা লড়ি কিন্তু মাথা নত করি না। আমরা লড়াই করে এতদূর উঠে এসেছি। লড়াই করেই বেঁচে থাকব। আর যদি বেঁচে থাকি, তাহলে ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গণ্ডায় হিসেব নিয়ে ছাড়ব। তিনি আরও বলেন, দেশকে কোনও সুশাসন দিতে পারবেন না মোদিবাবু। দুর্যোধন আর দুঃশাসন মিলে দেশ চালাচ্ছে। তারাঁ কখনও সুশাসন দিতে পারে না। দেশকে ওই দুর্যোধন আর দুঃশাসনের নাগাল থেকে মুক্ত করতে হবে। দেশকে রক্ষা করতে হবে। তাহলেই আসবে সুশাসন। আর দেশকে বাঁচাব আমরাই। তাঁর কথায়, তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/405825489968205/