দেশ

টুকে ইস্তেহার তৈরি করেছে বিজেপি! অভিযোগ আহমেদ প্যাটেলের

গত ২০১৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি যে ইস্তেহার প্রকাশ করেছিল, ২০১৯ সালের ভোটে সেই ইস্তেহার নকল করেছে মাত্র। কোনও নতুন কথা লেখা নেই বিজেপি এই ইস্তেহারে। এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল। তিনি অভিযোগ করেছেন আগের বারের ইস্তেহার নকল করে শুধু সময়সীমা বদলে দিয়েছে। আর কিছুই করেনি বিজেপি তার ইস্তেহারে। কংগ্রেস এবং বিজেপির ইস্তেহারের বই হাতে নিয়ে আহমেদ প্যাটেল বলেছেন, কংগ্রেসের ইস্তেহারের মলাটে রয়েছে জনগণের ছবি। আর বিজেপির ইস্তেহারের মলাটে রয়েছে শুধু মাত্র মোদির ছবি। এর থেকেই স্পষ্ট হয় বিজেপির আসল চরিত্র। তিনি কটাক্ষ করে বলেছেন, ইস্তেহার প্রকাশের বদলে মাফিনামা প্রকাশ করা উচিত ছিল বিজেপির। কারণ গত বারের কোনও প্রতিশ্রুতিই বিজেপি পূরণ করতে পারেনি। সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বিজেপির ইস্তেহারের সমালোচনা করে বলেছেন, ‘‌সংকল্প পত্র নয় বিজেপি ইস্তেহার আসলে জুমলা পত্র। প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ না করার ইস্তেহার।’‌