জেলা

কোচবিহারের একাধিক বুথে বিকল একাধিক ইভিএম, কারচুপির অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহার: লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গেসঙ্গেই কোচবিহারের একাধিক বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার অভিযোগ আসতে শুরু করে। আর তাতে চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর পরিষ্কার বক্তব্য, বাংলায় নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে নির্বাচন কমিশন। এমন নির্বাচন জীবনে দেখিনি। ইভিএমে কারচুপি হওয়ার আশঙ্কা করছি। বৃহস্পতিবার সকালেই নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির একাধিক বুথে যান রবীন্দ্রনাথ ঘোষ। এরপর একের পর এক ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর আসতে থাকায় বিরক্ত তিনি। রবীন্দ্রনাথ ঘোষের মতে, এত ইভিএম মেশিন খারাপ!‌ চক্রান্তের গন্ধ পাচ্ছি। অতীতে নির্বাচনে এত মেশিন তো খারাপ হয়নি। মেশিন বদল করে নতুন আনা হচ্ছে। সেটা কী মেশিন?‌ তা বোঝা যাচ্ছে না। ইভিএম বিকল হয়ে যাওয়ার বিষয়ে কোচবিহারের জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রনাথ ঘোষ।