বিদেশ

ফের বিস্ফোরণে কাঁপল কলম্বো, মৃত্যুর সংখ্যা বেড়ে ২০৭

ফের আরও এক বার বিস্ফোরণ কলম্বোয়। সূত্রে খবর, একটি হোটেলে নতুন করে বিস্ফোরণ হয়। ২ জনের মৃত্যুর খবর মিলেছে। আজ সাতসকালে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার পার্শ্ববর্তী এলাকা। ওই বিস্ফোরণে শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে হল ২০৭। তবে এখনও লাফিয়ে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। কলম্বোর ন্যাশনাল হাসপাতালের মুখপাত্র ডা সামিধি সামারাকুন জানিয়েছেন, হাসপাতালে ৩০০ জন ভর্তি রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৩৫ বিদেশি নাগরিক। রাজধানী কলম্বোয় মৃত্যু হয়েছে ৪৫ জনের, উত্তর কলম্বোর নেগোম্বর এরটি গির্জায় বিস্ফোরণে মারা গিয়েছেন ৬৭ জন এবং বাট্টিকালোয়ার একটি গির্জায় বিস্ফোরণে মৃত্য হয়েছে ২৫ জনের। দেশজুড়ে জারি হাই অ্যালার্ট।