জেলা

মোদিই সবচেয়ে বড় দুর্যোগঃ মমতা

কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুরঃ ফেনির দাপট তেমন ভাবে রাজ্যে না পড়লেও মেদিনীপুর জেলার কিছু অংশে প্রভাব ফেলেছে। দুর্যোগে প্রায় পাঁচ হাজার কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ২৯ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার মেদিনীপুরের দাঁতনে দলীয় প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে প্রচার এসে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত দিয়ে বলেন, “রাজ্য সরকার আপনাদের পাশে আছে। নতুন বাড়ি তৈরি করে দেওয়ার সব ব্যবস্থা রাজ্য সরকার করবে।” তিনি বলেন এও বলেন, “মোদিই সবচেয়ে বড় দুর্যোগ। তাই সবাই মিলে দিল্লি থেকে মোদিকে হঠাতে হবে। কোনও মূল্যেই মোদি যাতে ক্ষমতায় ফিরতে না পারে। সেজন্য বিজেপি ভোট দেবেন না।” তিনি আরও বলেন, “খুব জোর ১৫০-১৬০ টা আসন পাবে বিজেপি। এই সিট নিয়ে কিভাবে কেন্দ্রের সরকার গড়বে। তাই সব আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করুন তৃণমূলে দিল্লিতে বিকল্প সরকার দেবে।” গত পাঁচ বছরে মোদি সরকার বাংলার প্রতি কেবল বঞ্চনাই করে গিয়েছেন বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন ভিডিও –