জেলা

পুরুলিয়া থেকে কৃষকদের জন্য নতুন প্রতিশ্রুতি রাহুলের

পুরুলিয়াঃ আজ পুরুলিয়ার কোটশিলা থেকে কৃষকদের জন্য নতুন আইন তৈরির প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। রাহুল গান্ধি অভিযোগ করেছেন গত পাঁচ বছরে কৃষকদের জন্য কিছুই করেননি মোদি। ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। এখানে কৃষকরা ঋণ খেলাপ করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাই কংগ্রেস ক্ষমতায় এলে নতুন আইন আনবে। যে আইনে ঋণখেলাপি কৃষকদের গ্রেপ্তার করা যাবে না। এবং কৃষকদের জন্য পৃথক বাজেট করা কবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধি । রাহুল গান্ধী এও অভিযোগ করেছেন, মোদি অনিল আম্বানিকে ৩০,০০০ কোটি টাকা দিয়েছে। কৃষকরা ঋণ খেলাপি করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মেহুল চোকসি, নিরব মোদিদের মত ঋণ খেলাপিদের চৌকিদার মোদি। অথচ কৃষকদের তিনি ঋণ মকুব করতে চান না।  

https://www.facebook.com/rahulgandhi/videos/598250243988877/