প্রকাশিত হল আইএসসি এবং আইসিএসই পরীক্ষার ফলাফল। দুটি পরীক্ষাতেই সেরা ফল করেছে কলকাতার ছাত্রছাত্রীরা। ১০০ শতাংশ নম্বর পেয়ে আইএসসি-তে দেশের মধ্যে যুগ্ম প্রথম হয়েছে কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র দেবাং কুমার আগরওয়াল । আইএসসি-তে বেঙ্গালুরুর বিভা স্বামীনাথনও ১০০ শতাংশ পেয়েছে । আজ বিকেল ৩টে নাগাদ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ফলপ্রকাশ করা হয় । সাফল্যের খবর পেয়ে দেবাঙ্গ জানিয়েছে, ভাল ফল হবে জানতাম কিন্তু এতটা ভাল ফল হবে সেটা আশা করিনি। সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোট ১৬ জন পড়ুয়া। তাদের মধ্যে চার ছাত্রছাত্রী রাজ্যের। দক্ষিণ ২৪ পরগনার আমতলা কে ই কারমেল স্কুলের দেবদূত মণ্ডল, কলকাতার অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের দিমিত্রি মল্লিক, কাশিপুর ইংলিশ স্কুলের নির্ঝর দাস এবং সল্টলেকের আওয়ার লেডি কুইন অব দি মিশনস স্কুলের খুশি দাগা। এরা সকলেই ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়েছে তারা। আইসিএসই-তেও রাজ্যের ছাত্রছাত্রীদের ফলাফল অত্যন্ত ভাল। গোটা দেশে দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে রয়েছে রাজ্যের তিন পড়ুয়া। ৯৯.৬০ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছে কলকাতা গার্ডেনহাই স্কুলের অন্বেষা চক্রবর্তী। দ্য ফ্র্যাঙ্ক অ্যান্টনি স্কুলের অভি শরাফ, কাঁকুড়গাছি পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের রাজ ঘোষ।