সোসাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করে বিপাকে বিজেপির এক মহিলা নেত্রী। যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেপ্তার করেছে সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার সকালে অভিযুক্ত বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে ডেকে পাঠান সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষপর্যন্ত প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত। যদিও বিজেপির যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মার দাবি, ‘আমি ছবিটি তৈরি করিনি। পোস্ট করেছিলাম।’