কলকাতা

ভোরে রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি

কলকাতাঃ  ফের রাজ্যে হানা দিল পশ্চিমী ঝঞ্ঝা। আজ ভোর রাত থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে।  তবে সোমবার তেমন কোনও বৃষ্টি না হলেও মঙ্গলবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে ঘণ্টা প্রতি ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কাবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।