কল্যাণ অধিকারী, হাওড়াঃ রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী৷ হাওড়ার আড়ুপাড়ায় এই বিশ্ববিদ্যালয় তৈরি হবে৷ মুখ্যমন্ত্রীর শিলান্যাসের পরই প্রকল্পের কাজ পুরোদমে শুরু হয়ে যাচ্ছে৷ একই সঙ্গে রাজ্যে আরও ১০টি বিশ্ববিদ্যালয় তৈরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ হাওড়ার ডোমজুড়ের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আরও একটা নতুন বিমানবন্দর পাবে বাংলা। পুরুলিয়ায় গড়ে তোলা হবে ওই বিমানবন্দর। পরীক্ষামূলক হেলিকপ্টার উড়িয়ে সেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, মালদহ, কোচবিহার, বালুরঘাট এবং অণ্ডালে নতুন বিমানবন্দর চালু হয়েছে। এমনকী রাজ্যে ৩০টি হেলিপ্যাড চালু হয়েছে। একইভাবে পুরুলিয়াতে বিমানবন্দর গড়ে তোলা হবে।