কলকাতা

আন্তর্জাতিক নারী দিবসের মিছিল থেকে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ  আন্তর্জাতিক নারী দিবসে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে দলীয় কর্মী–সমর্থক এবং মহিলা সদস্যদের নিয়ে মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী। মিছিলে ছিলেন দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বও। ছিলেন কাকলি ঘোষদস্তিদার, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, স্মিতা বক্সী, নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মহিলা দিবসকে কেন্দ্র করে মিছিল হলেও, মিছিলের সুর বাঁধা ছিল চড়া মোদি বিরোধিতায়। মিছিল থেকে বার বার স্লোগান ওঠে, ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’। আন্তর্জাতিক নারীদিবসের মিছিল থেকে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলটি হয়। এরপর ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে বক্তৃতাও দেন মুখ্যমন্ত্রী। ভোটের দিনক্ষণ বা প্রার্থী তালিকা ঘোষণা না করলেও রাজনৈতিক মহলের মতে, এদিন থেকেই পুরোপুরি ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানালেন তিনি।