কলকাতা

নাম প্রকাশ হতেই প্রচারে মিমি

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ পোড় খাওয়া রাজনীতিবিদদের মত সময় নষ্ট করেনি মিমি। প্রার্থী ঘোষণার সাথে সাথেই তার নিজের কেন্দ্র যাদবপুর থেকে প্রচার শুরু করে দিল সে। শুধু প্রচার নয় কর্মীদের সাথে রঙ-তুলি দিয়ে নিজের নামও লিখলেন মিমি চক্রবর্তী। নিজের নাম দেওয়াল লিখন করতে কেমন লাগছে? এমন প্রশ্নে মিমি বলেন, সবই দিদি অনুপ্রেরনা। বেশ ভালো লাগছে। আগামীতে প্রচারের কি কি পরিকল্পনা থাকছে? নায়িকা বলেন, সবই ঠিক করব দলের সঙ্গে কথা বলে। দেখতে থাকুন আগে কি হয়! কলকাতা,

কাল সে ছিল টলিউডের হট নায়িকা। আজ সে রাজনীতিবিদ। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার(১২ ফেব্রুয়ারী) ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই তালিকায় যাদবপুর লোকসভার প্রার্থী হয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। প্রসঙ্গত, বিনোদন জগতের লোক নিয়েও আগেও চমক দিয়েছিলেন দিদি। ২০১৪ সালে পশ্চিমবঙ্গের থেকে যে সব টলিউড সেলিব্রিটি প্রার্থী হয়ে লোকসভা জিতে সংসদে গিয়েছিলেন, দেখা গিয়েছে লোকসভার মতো গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে তাঁরা কেবল বসেই ছিলেন। তোলেনি বড় কোনো প্রশ্ন। বিশেষ সমস্যায় দেখা মেলেনি নিজেদের জেতা এলাকাতেও। এ নিয়ে তৃণমূলের অন্দরেও বহু ক্ষোভ রয়েছে। তবে মিমি ও নুসরত, টলিউডে তাদের কেরিয়ার উর্ধ্ব গগনে। এখন কি ভাবে সামাল দেয় দুই নৌকা এটাই দেখার।