কলকাতা

কলকাতায় শুরু হল জওয়ানদের রুট মার্চ

সঞ্জয় রায়চৌধুরী, কলকাতাঃ আসন্ন লোকসভা নির্বাচন কে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোলকাতা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কলকাতার বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করে আজ। কলকাতার হেষ্টিংস বউবাজার চিৎপুর মানিকতলা উল্টোডাঙাকে এলসির মত থানা গুলির বিভিন্ন অঞ্চলে রুট মার্চ করে। বউবাজার থানার অ্যাডিশনাল ওসির নেতৃত্বে সেন্ট্রাল অ্যাভিনিউ, নির্মল চন্দ্র স্ট্রীট, দেবেন্দ্র মল্লিক স্ট্রীট সহ ১৪টি জায়গায় রুট মার্চ চলে। জানা গেছে, ১৭ তারিখ থেকে কলকাতা পুলিসের বিভিন্ন থানা এলাকায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী।

একনজরে দেখে নেওয়া যাক, কোথায় কোথায় রুটমার্চ করবে কেন্দ্রীয় বাহিনী –

১) ইস্ট ডিভিশনের কলকাতা লেদার কমপ্লেক্স
২) নর্থ ডিভিশনের আমহার্স্ট স্ট্রিট এবং বটতলা
৩) সেন্ট্রাল ডিভিশনের বউবাজার
৪) সাউথ ডিভিশনের নিউ আলিপুর এবং চেতলা
৫) সাউথ-ইস্ট ডিভিশনের উল্টোডাঙা এবং মানিকতলা
ইস্ট ডিভিশন, পোর্ট ডিভিশন, সাউথ-ওয়েস্ট ডিভিশন, সাউথ সাব-আর্বান ডিভিশন, সাউথ-ইস্ট ডিভিশনে মূলত ২টো শিফটে রুটমার্চ চলবে। প্রথম দফায় সকাল ৯টা থেকে দুপুর ১টা, দ্বিতীয় দফায় বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রুটমার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। দেখুন ভিডিও-