কলকাতা

যে কোন বিপর্যয়ে রাজ্য সরকার সাধারণ মানুষের পাশেই থাকবে, জানালেন মুখ্যমন্ত্রী

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ “নির্বাচনে কখনো সাধারণ মানুষের সুবিধার প্রকল্প নষ্ট হয় না, সেগুলো চলতেই থাকে, বিপর্যয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিপূরণ সরকার যেমন ভাবে দেয় সেটা দিতে থাকবে”, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ নবান্নে তিনি বলেন নতুন প্রকল্প নয় অনেক পুরনো প্রকল্প আছে, মানুষ যাতে বঞ্চিত না হয় সে বিষয়টি আমরা দেখবো। তিনি বলেন মানুষের যে নির্দিষ্ট অধিকার রয়েছে মানুষ সেগুলো পাক আমি সেটাই চাই, আমাদের দল ইতিমধ্যে নির্বাচনের কাজ শুরু করেছে। মানুষ মানুষের কাজ করছে, পরীক্ষা এখনো চলছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ হলেও, আরও অন্যান্য পরীক্ষা রয়েছে যেগুলো চলছে। আমি কখনো ছাত্র-ছাত্রীদের অসুবিধা করে কিছু করি না। পরীক্ষা শেষ হোক তারপর সব বিষয়টা দেখা যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মানুষের জয় হোক সত্যের জয় হোক। সুন্দরের জয় হোক। সমস্ত পরিবারের মঙ্গল কামনা করি। আমরা দোলেও যেমন ছুটি দিয়ে থাকি, তেমনি হোলিতেও ছুটি দিই। সব ধর্মের মানুষের সঙ্গে আমরা আনন্দ উপভোগ করি। নজর রাখবেন কেউ যেন আনন্দে ব্যাঘাত ঘটাতে না পারে।