রাত ২টোয় শপথ গ্রহণ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের
Posted onAuthorবঙ্গনিউজComments Off on রাত ২টোয় শপথ গ্রহণ গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের
গোয়াঃ আজ রাত ২টোর সময় রাজভবনে শপথ নেন গোয়ার নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মৃদুলা সিনহা। এছাড়া উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রামকৃষ্ণ দাভালিকর এবং বিজয় সরদেশাই।