নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ আজ হঠাৎই কলকাতা শহরে ঘন কালো মেঘের সঞ্চার ঝড়ো হাওয়া সাথে মুষলধারে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি , বিপন্ন জনজীবন । এটাই ছিল বিকেলের কলকাতার চিত্র। আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল আগেই, সেই মত শুক্রবার বিকেল থেকে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি শুরু হয়েছে রাজ্যজুড়ে। শুধু কলকাতাই নয়, পূর্ব বর্ধমান, বাঁকুড়া-সহ রাজ্যের পাঁচটি জেলায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। হুগলিতে ঝড়ের সঙ্গে শিলাবৃ্ষ্টিও হয়। কলকাতাতেও বইছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি। কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত রেল পরিষেবা। পূর্ব বর্ধমানের বুদবুদে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দু-জনের। জানা গিয়েছে, তাঁরা দমকল বাহিনীর কর্মী ছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। রাজ্যের অন্যান্য জেলার মতো কলকাতাতেও বিকেল থেকে ৬৮ কিলোমিটার বেগে ঝড় বইতে শুরু করে। তারপরই মুষলধারে নামে বৃষ্টি। যার জেরে অফিস ফিরতি কর্মীরা চরম সমস্যায় পড়েন। বন্ধ হয়ে যায় শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখার রেল পরিষেবা। দেখুন ভিডিও –