কলকাতা

ব্রিগেডে লোক আনতে ৫৩ লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করে একটা কামরাও ভরাতে পারল না বিজেপি

ব্রিগেডে মোদির জনসভায় লোক আনতে ৪টি ট্রেন ভাড়া করেছে বিজেপি। খরচ হয়েছে প্রায় ৫৩লক্ষ টাকা, সূত্রের খবর । ঝাড়গ্রাম, লালগোলা, পুরুলিয়া, রামপুরহাট থেকে ইতিমধ্যে ট্রেন রওনা দিয়েছে। কিন্তু ঝাড়গ্রাম থেকে যে বিশেষ ট্রেন ছাড়ল, তার একটি কামরাও ভর্তি হল না পুরো। বিজেপির ব্রিগেড সমাবেশে ঝাড়গ্রাম জেলা থেকে কয়েক হাজার লোক নিয়ে যাওয়ার কথা ছিল। জঙ্গল মহল থেকে প্রচুর মানুষ মোদীর সভায় যোগ দেবেন, এই আশায় বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম স্টেশনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। ভোর ৪টের সময় ট্রেন হাওড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও সেসময় লোক হয়নি দেখে ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়। পৌনে ৭টা নাগাদ শেষমেশ ট্রেন ছাড়ে। তবুও ভরেনি ট্রেনের একটি কামরাও। তবে কি মোদি ম্যাজিক এখন প্রশ্নের চিহ্নের মুখে !