কলকাতা

আংশিক পূর্ণ ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভা

আজ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে নেমে নরেন্দ্র মোদির কনভয় সোজা আসে আংশিক পূর্ণ ব্রিগেডে। দিলীপ ঘোষ তড়িঘড়ি মন্তব্য শেষ করার পরেই বলতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, এত বাধা বিপত্তি সত্ত্বেও এত লোক এসেছে। ২৩ মে কী হবে, সেটা এই ভিড় দেখলেই বুঝতে পারবেন রাজনৈতিক মহল। এর আগে কখনও ব্রিগেডে এত লোক দেখিনি। প্রতিটি ক্ষেত্রে নতুন ভারতের শক্ত ভিত তৈরি হচ্ছে। বাংলার সমস্ত জায়গা থেকে সমর্থন পেয়েছে এই চৌকিদার। ক্ষমতায় এলে সব শোধ করে দেব। আপনাদের আশীর্বাদে সব কাজ সম্ভব হয়েছে। মিশন শক্তির মতো এত বড়

ঐতিহাসিক ঘটনাকে নাটক কারা বলছে? ‌মহাকাশে উপগ্রহ ধ্বংসের ক্ষমতা আগেও ভারতের ছিল, কিন্তু ছিল না তৎকালীন সরকারের সদিচ্ছা। কংগ্রেস আমাদের বীর সেনাদের মনোবল ভেঙে দিচ্ছে। দিদির রাজনৈতিক মাটি কেঁপে গিয়েছে। ক্ষমতার লোভে এখন সন্ত্রাসবাদীদের সমর্থন করছে কংগ্রেস। কলকাতায় বিভিন্ন রাজ্য থেকে নেতারা এসে বললেন, মোদি হটাও, দেশ বাঁচাও। আরে কেন সরাবে?‌ পাঁচ বছরে আমি কি এমন দোষ করেছি?‌ ‌যদিও এতকথার মাঝে একবারও উন্নয়নের কথা তুললেন না নরেন্দ্র মোদি। ‌