প্রয়াত বাংলা সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লোকশিল্পী অমর পাল। শনিবার বিকেলেও গান গেয়েছিলেন তিনি। বাড়িতে কিছু ছাত্রছাত্রীর আগমন ঘটেছিল। তারপরই হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে হাসপাতালে। কিন্তু এসএসকেএম-এ নিয়ে যেতে যেতেই সব শেষ। খুব একটা ভোগেননি। চলে গেলেন হঠাত্ই। জীবনের শেষ দিনেও জীবনের সবচেয়ে ভালবাসার গানকে বুকে আঁকড়ে মৃত্যু হল তাঁর। জরা তাঁকে সারা জীবনেও তেমন স্পর্শ করেনি। বরং এই বয়সেও সুর তাঁর সঙ্গ ছাড়েনি।