মালদা

নির্বাচনের প্রাক্কালে সরানো হল পুলিশ সুপার অর্ণব ঘোষকে

হক জাফর ইমাম, মালদা: শাসক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষকে সরানো হল। তাঁর পরিবর্তে মালদা জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব আসছেন বারুইপুরের পুলিশ সুপার আইপিএস অজয় প্রসাদ। রবিবার সকাল দশটার মধ্যে তাকে দায়িত্ব বুঝে নিতে হবে বলে তাকে নির্দেশ দিয়েছেন কমিশন। গত পঞ্চায়েত নির্বাচনে পুলিশ সুপার অর্ণব ঘোষের বিরুদ্ধে শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ তোলেন বিরোধী দলগুলি।২০১৯ লোকসভা নির্বাচনের প্রথম থেকেই মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষের বিরুদ্ধে শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে দেন। এছাড়াও নির্বাচনী আধিকারিকদের সুপারিশের ভিত্তিতে ভোটের ৩ দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্ণব ঘোষকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। ভোটের কোনো কাজে তিনি অংশ গ্রহণ করতে পারবেন না বলে জানা গেছে। কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষ্মী গুহ জানান নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন। মালদা জেলা কংগ্রেসের চাপে মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ কে শাসকদলের পক্ষপাতিত্বের অভিযোগে সরানো হল। মালদা জেলায় শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য আমাদের পূর্ণ আস্থা আছে নির্বাচন কমিশনের ওপর।